Home | Login | Signup | Forum | Users |
|---|
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে কথিত হত্যার ষড়যন্ত্রের সঙ্গে তেহরানকে জড়িয়ে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
তেহরান এ ধরনের কোনো ষড়যন্ত্রে জড়িত নয় দাবি করে আরাকচি দুই দেশের মধ্যে আস্থা বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে তিনি বলেন, “এখন… নতুন একটি দৃশ্যকল্প গড়ে তোলা হয়েছে… বাস্তবে নেই এমন একজনকে হত্যাকারী হিসেবে, থার্ড ক্লাস কমেডি তৈরি করার জন্য স্ক্রিপ্টরাইটারদের আনা হয়েছে।”
ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না, এই নিয়ে আর কোনো কথা নেই। এটি ইসলামের শিক্ষা ও আমাদের নিরাপত্তা হিসাবনিকাশ ভিত্তিক একটি নীতি। উভয়পক্ষ থেকে আস্থা তৈরি করা দরকার। এটি একমুখি পথ না।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর আগে দাবি করেছেন, এই অভিযোগ ইসরায়েলের এবং বিদেশে থাকা ইরানের সরকারবিরোধীদের এক ‘ঘৃণ্য’ ষড়যন্ত্র, ‘আমেরিকা ও ইরানের মধ্যকার বিষয়গুলোকে জটিল করে তুলতে’ এমনটি করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ডনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ফরহাদ শাকেরি। ৫১ বছর বয়সী এই ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। 2024 ago Topic Created By: monoronjon raj Hridoy 0 comment of topic ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের কথা অস্বীকার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর453 Views | Report |
|---|